সিলেটের গোয়াইনঘাটে হঠাৎ করে সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধি করে যাত্রী হয়রানী করছে কতিপয় চালকরা। এসব হয়রানি বন্ধ করতে এলাকার ভুক্তভোগীরা গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। গত ৪ ডিসেম্বর উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের প্রায় অর্ধশত লোক স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কতিপয় স্বার্থান্বেষী লোকজন তাদের স্বার্থে হঠাৎ করে যাত্রী প্রতি ভাড়া ১০ টাকা বাড়িয়ে দেয়। উপজেলার হাকুর বাজার থেকে গোয়াইনঘাট পর্যন্ত মাত্র ৭ কিঃ মিঃ রাস্তার ভাড়া ছিলো ২০ টাকা। যা হঠাৎ করে সিন্ডিকেটের মাধ্যমে ১০ টাকা বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়। যার ফলে চালকের সাথে যাত্রীদের বাক বিতন্ডায় আইনশৃংখলা অবনতির আশঙ্কা রয়েছে। নির্বাচনকে পুঁজি করে শিক্ষার্থী যাত্রী সাধারণের কথা চিন্তা না করে ভাড়া বাড়ানো হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। উল্লেখ্য, গত ৭ নভেম্বর উপজেলার পীরেরবাজার ৫ টাকা ভাড়ার জন্য এক যাত্রী চালকের হাতে খুন হন। এর পূর্বে সতি গ্রামের এক সিএনজি চালক ভাড়া নিয়ে দন্ধে প্রাণ হারান।
Leave a Reply