শিলং “তীর, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে গোয়াইনঘাটের হাকুরবাজার মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বানববন্ধনে বক্তারা বলেন,জুয়া খেলা,ভিনদেশি
‘তীরের এজেন্ট লামাদুমকা গ্রামের মৃত কনু মিয়ার পুত্র নঈম উদ্দিন ও তার সহযোগীরা বেপরোয়া হয়ে উটেছে।
দিনের বেলায় সে বাজারের গলিতে দাঁড়িয়ে শিলং “তীর র টোকেন বিক্রি করছে আবার সন্ধা হলেই তার নেতৃত্বে এলাকার বিভিন্ন স্থানে জুয়ার বোর্ড বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পিছেয়ে নেই নইমুদ্দিনের আরেক সহযোগী যাত্রাবা গ্রামের জলাল উদ্দিন । তার নেতৃত্বেও বসে হাকুরবাজার জুয়ার আসর। আর যারা এসব জুয়া খেলতে আসে তারা হারাচ্ছে সর্বত্র। অনেকেই সব কিছু হারিয়ে পথে বসতে হয়েছে।
ডৌবাড়ী ইউনিয়নের শীর্ষ জুয়াড়ি নইমুদ্দিন ও জলাল কে গ্রেফতার করতে হবে। ওদেরকে গ্রেফতার করে এলাকার সুষ্ট পরিবেশ এবং যুবসমাজকে ধংশের পথ থেকে বাচাঁতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন বক্তারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ডৌবাড়ী ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে হাকুরবাজার এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।
হাকুরবাজার জামে মসজিদের ইমাম মাওঃ সাইফুল্লাহ র সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়ত নেতা হাফিজ জাকির হোসেন,খেলাফত মজলিস নেতা মাওঃ দেলওয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বি ইব্রাহিম (হাকুরবাজার মাদরাসার নাজিম মাওঃ মুজাহিদুল ইসলাম কাসিমি,হাফিজ সুহেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক কাওছার আহমদ রাহাত,প্রবাসী কমিউনিটি নেতা হারুনুর রশিদ, হাকুরবাজার মাদরাসার শিক্ষক মাওঃ আতিউল্লাহ উসমানি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফিজ মুজাক্কির আহমদ,মাওঃ রুহুল আমিন মারজান,মাওঃ হোসাইন আহমদ,মাওঃ জরিফ উদ্দিন,হাফিজ ইমদাদুর রহমান,মাওঃ মারুফ আহমদ,হাফিজ আসহাব উদ্দিন,হাফিজ জুনাইদ আহমদ,হাফিজ শামিম আহমদ,
মাওঃ ওলিউর রহমান,হাফিজ বশির আহমদ,
মাওঃ আজমত উল্লাহ,লতিব আহমদ,আনোয়ার হোসাইন,ময়ুর আহমদ,আব্দুল কাদির,গিয়াস উদ্দিন,সালাম উদ্দিন সহ ডৌবাড়ী ইউনিয়নের শত শত মানুষ এই বানববন্ধনে উপস্থিত ছিলেন।
Leave a Reply