মুন্সিগঞ্জের কোর্টগাঁও এলাকার স্কুলপড়ুয়া আদিবা আক্তারের সঙ্গে তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের বিজয় রহমানের। আদিবার সঙ্গে সম্পর্ক চলাকালে গত বছরের জানুয়ারিতে নবম শ্রেণির শিক্ষার্থী জেসিকা মাহমুদের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান বিজয়। গোপনে দুজনের সঙ্গেই প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি। একসময় আদিবা বিষয়টি ধরে ফেলেন।
একপর্যায়ে বিজয়কে চাপ দিয়ে গোপনে বিয়ে করেন আদিবা। বিয়ের বিষয়টি জেনে জেসিকা তার সঙ্গে বিজয়ের ম্যাসেঞ্জারে বার্তা আদান–প্রদানের স্ক্রিনশর্ট আদিবাকে পাঠায়। এ নিয়ে আদিবার সঙ্গে বিজয়ের ঝগড়া হয়। তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়। পরে ভুল–বোঝাবুঝির অবসান হলে দুজন মিলে পরিকল্পনা সাজিয়ে জেসিকাকে খুন করেন।
Leave a Reply