দোয়ারাবাজারে ৩০ বোতল ভারতীয় মদ ও সিএনজিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ছাতক-সুনামগঞ্জ সিএনজি ষ্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহাম্মদ আসলাম হোসেন অভিযান পরিচালনা করে মদসহ তিনজনকে আটক করেন। আটককৃতরা হলেন, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের নুরুল ইসলামের পুত্র ফয়জুল ইসলাম (৩০), একই ইউনিয়নের আফছর নগর গ্রামের খলিলুর রহমানের পুত্র (সিএনজি ড্রাইভার) ইমরান আহমদ (২৫), পলিরচর গ্রামের আব্দুল হকেট পুত্র আবুল কালাম (৩৪)। দোয়ারাবাজার থানার (মামলা নং-০৪, তাং-০৫/০৯/২০২৩)।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ, একটি সিএনজিসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply