1. admin@jalalabadtims.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিএসএফের গুলিতে নিহত শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন, সান্ত্বনা দিতে ছুটে গেলেন ইউএনও বড়লেখা সীমান্তে চা শ্রমিক গোপাল হত্যায় জামায়াতের নিন্দা সীমান্তে হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে- বিএনপি নেতা সাজু বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ মহান বিজয় দিবসে ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনিয়মের সম্রাট হরলাল সরকার ” কোম্পানিগঞ্জ স্টেশনে ৬ বছর”  একই স্টেশনে হরলাল সরকার ৬ বছর” দুর্ণীতির টাকায় গড়েছেন অর্থের পাহাড় জৈন্তাপুরে শ্রীপুর কুয়ারীতে বার বার অভিযান সত্ত্বেও থামছে না বালু পাথর চুরি গোয়াইনঘাটে ছাত্রদল সভাপতি পরিচয়ে হাসানের বেপরোয়া চাঁদাবাজী জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে বন্যাদুর্গতদের পাশে এনটিভি পরিবার

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

 

শুধু সংবাদ নয়, দুর্যোগ, দুর্ভোগে পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সুনামগঞ্জের পর এবার সিলেটের বন্যাদুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি পরিবার। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে এনটিভি পরিবারের পক্ষ থেকে পানিবন্দি দুই শতাধিক পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।
ত্রাণ গ্রহীতাদের একজন গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ৫৫ বছর বয়সী আলফাতুন্নেছা জানান, তিনি বন্যায় ঘর ডুবলে বেশ কিছুদিন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত পাশের স্কুলে ছিলেন। আশ্রয়কেন্দ্রে থাকতে শুকনো ও রান্না করা খাবার পেয়েছেন। ঘরে ফেরার পর সরকারি ১০ কেজি চাল পেয়েছি। এখন কেউ আর কোনো সহায়তা দেয়নি। অথচ ঘরে খাবার মতো কিছুই নেই। চারপাশ ডুবে থাকায় রোজগারেরও পথ নেই।
আলফাতুন্নেছা বলেন, ‘এনটিভি ইতা টেলিভিশন নানি!তে তারা যা দিল ইতা দিয়া আমরা এক সপ্তাহ খাইমু। ঘরো খাওয়ার কুনতা নাই। পাইছিলাম যে চিড়ামুড়ি, অতা খাইরাম।’

এনটিভি পরিবার সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, সাবান, টর্চলাইট, মোমবাতি ও স্যালাইন পেয়েছেন গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের দুই শতাধিক পরিবার।
তিন দিন ধরে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় পানিবন্দি পরিবারগুলো বসতঘরে ফিরতে শুরু করেছে। এক মাসে দুই দফার বন্যায় বিপর্যস্ত গোয়াইনঘাট উপজেলার মানুষ। এই উপজেলাতেই জাফলং, বিছানাকান্দি, রাতারগুলের মতো পর্যটনকেন্দ্রগুলোর অবস্থান।

গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ মতিন বলেন, ‘গণমাধ্যমের মধ্যে এনটিভিই শুধু ত্রাণ নিয়ে এগিয়ে এলো। এজন্য এনটিভি পরিবার ও চ্যানেলটির চেয়ারম্যানকে ধন্যবাদ। সরকারি ত্রাণ তৎপরতা পর্যাপ্ত নয় দুর্গতদের জন্য। এই সংবাদ সবাই প্রচার করছে। তবে এনটিভি এ ক্ষেত্রে ব্যতিক্রম। তারা দুর্গত পরিবারের পাশে ত্রাণ নিয়েও দাঁড়িয়েছে। কারণ বন্যার কারণে মানুষ আসলেই খুব কষ্টে পড়েছে।’
প্রায় একই দশা সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জেও। বসতভিটা থেকে পানি নামলেও পানিবন্দি এলাকায় রোজগারের মতো কোনো কাজ নেই মানুষের।

এনটিভির ত্রাণ সহায়তা হাতে পেয়ে কোম্পানীগঞ্জের তেলিখালের বাসিন্দা আব্দুল জব্বার জানান, তিনি দোয়া করবেন যেন এনটিভির মতো সব মানুষ বিপদে পড়া গরিব মানুষের সহায়তায় এগিয়ে আসে।
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মজির উদ্দিন বলেন, ‘২০২২ সালের বন্যাতেও দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে এসেছিল এনটিভি পরিবার। এর মানে হচ্ছে চ্যানেলটির যে স্লোগান ‘সময়ের সাথে আগামীর পথে’ তারা সেটি করতে পারছে। আগামীর পথে দুর্যোগ থাকবেই। আর দুর্যোগের সময় এনটিভি পরিবার দুর্গতদের পাশে থাকছে। এটি অন্য সবার জন্য অনুকরণীয় হতে পারে।’
চলতি মাসে দুই দফা বন্যার কবলে পড়ে সিলেট। জলাবদ্ধতার কারণে ঈদুল ফিতরের আনন্দও ভেস্তে গেছে এখানকার মানুষের। এখনও পানিবন্দি জেলার সাত লাখেরও বেশি মানুষ। সুরমা, কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানি নামছে ধীর গতিতে। পানিবন্দি এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও পরিস্থিতির কারণে চাহিদা ক্রমেই বাড়ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park
error: Content is protected !!