সিলেটের গোয়াইনঘাট উপজেলার সৎপুত্রদের অত্যাচারে রক্তাক্ত সৎ মা বিধবা মীনারা বেগম (৩২) তার দু সন্তান।
২৮ মে মীনারা বেগমকে তার সৎপুত্ররা মারধর করে বাড়ী থেকে বের করে দেয়ার অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নয়ানগর গ্রামে।
এবিষয়ে নয়ানগর গ্রামে মৃত মোস্তফা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০) সুহেল আহমদ (২০) জুয়েল আহমদ (২৫) ও মৃত হবিবুর রহমানের ছেলে ছয়ফুল মিয়া (৬২) কে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত মোস্তফা মিয়ার স্ত্রী আহত মীনারা বেগম।
অভিযোগ সুত্রে জানা যায়, মীনারা বেগমের স্বামী মোস্তফা মিয়া অনুমান ০১ বৎসর পূর্বে ০১ ছেলে ও ০১ মেয়ে সন্তান রেখে মৃত্যুবরণ করেন। স্বামী মৃত্যুবরণ করার পর হইতে বিবাদীগণ( সৎপুত্ররা)বসতবাড়ী হইতে বিতারিত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছে। ইতোপূর্বে বিবাদীগণ এাকাদিকবার মীনারা বেগমকে মারধর করিয়া রক্তাক্ত জখম করেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে সমাধানের জন্য বারবার চেষ্টা করেছেন কিন্তু কোন সমাধান হয় নাই।
সর্বশেষ গতকাল ২৮মে ইং তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বর্ণিত বিবাদীগণসহ মীনারা বেগমের বসতঘরের ভিতরে প্রবেশ করিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা ছেচা জখম করে।বিবাদী ছয়ফুল মিয়া মীনারা বেগমের বিছানার নিচে থাকা নগদ ১৩,৬০০/- (তেরো হাজার ছয়শত) টাকা নিয়া যায়।
এক পর্যায়ে মিনারা বেগমের চিৎকারে আশপাশ লোকজনের সহযোগিতায় মীনারা বেগম গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে অভিযোক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
Leave a Reply