গোয়াইনঘাট উপজেলার ” মডেল একাডেমি বাংলাবাজার” এর ২০২৪ ব্যাচের ৭ জন মেয়ে শিক্ষার্থীর পড়া লেখা, গল্প আড্ডা সব কিছুই ছিল একসাথে। সাত বান্ধবী মিলে নাম দিয়েছেন সেবেন সিস্টার ফ্রেন্ডস।,স্বপ্ন ছিল এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে মা বাবারমুখে হাসি ফুটাবে। সেই স্বপ্নের পুর্নতায় সবাই মেতে উঠেছে আনন্দ-উল্লাসে।
উপজেলার ফতেপুর ইউনিয়নের “মডেল একাডেমি বাংলাবাজার” থেকে প্রথম ব্যাচ হিসেবে এস.এস.সি. ২০২৪ এ অংশগ্রহন করে জিপিএ -৫ পেয়েছে (সেবেন সিস্টার ফ্রেন্ডসের) ফাতেমা জান্নাত সুমি,তাসনিয়া ইয়াসমিন মণি,শারমিনা আক্তার দীনা,মাহবুবা বেগম,খাদেজা আক্তার,তানজুমা আহমদ চৌধুরী ইভা, শামীমা বেগম মুন্তারিন,এমাদ উদ্দীন সহ ৮ জন শিক্ষার্থী।
এছাড়া A গ্রেডে ১৩ জন, A- গ্রেডে ৭ জন, ও ৩ জন B গ্রেড পেয়ে অতুলনীয় সাফল্য অর্জনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। ফলে ছাত্রছাত্রীদের মাঝে বইছে আনন্দের বন্যা।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুবেল আহমদ বলেন, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্ঠায় ভালো মানের পাঠদান, হোম ওয়ার্ক, হোম ভিজিট,ও অভিভাবকদের নিবির তত্ত্বাবধানের কারণে কাঙ্খিত ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। তাদের এই অর্জনে প্রতিষ্টানের সুনাম বেড়েছে বহুগুণ। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মডেল একাডেমি বাংলাবাজার থেকে একই উপজেলার বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় এর অধীনে ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এরই মধ্যে ৩১ জন কৃতকার্য হয়েছে। প্রতিষ্টানের এমন সফলতায় খুশিতে মাতোয়ারা অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।
জানা যায়,২০২০ সালে তোফায়েল আহমদ ও রুবেল আহমদের যৌথ উদ্যোগে প্রতিষ্টা হয় “মডেল একাডেমি বাংলাবাজার। প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত পাঠদানের পাশাপাশি হোম ভিজিট করছে শিক্ষকরা। এছাড়াও শিক্ষার্থীদের বিষেশ পর্যবেক্ষণ ও নিরাপত্তায় প্রতিটি ক্লাসরোমে রয়েছে সিসি ক্যামেরা। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা একসময় নিজের এলাকা ও দেশের উন্নয়নে অবদান রাখবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।
Leave a Reply