সিলেটের এমসি কলেজের একটি অনুষ্ঠানে গান গাইবে ব্যান্ড দল অড সিগনেচার, কিন্তু সেই সিলেট আসার পথেই যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যান্ডের গায়ক ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়াল (২৬) ও মাইক্রোবাসের চালক আবদুস সালাম (৪৩) নিহত হয়েছেন। দুর্ঘটনায় ব্যান্ড দলটির আরও তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন সাকিন (২৬), আকিব (২৬) ও অমিতাভ (২৭)। তারা তিনজনই ব্যান্ডের সদস্য।
Leave a Reply