সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়ন করতে পারলে সামাজিক সুরক্ষা কর্মসূচি কমে আসবে। একটা সময় পরে সবাই সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচির আওতায় চলে আসবে। বর্তমান সরকারের এ যুগান্তকারী পদক্ষেপে সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। সোমবার (৬মে) দুপুরে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের আইসিটি (চতুর্থতলা) ভবনে স্মার্ট বাংলাদেশ ক্লাব গঠন, সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ এবং স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেমিনারে উপরোক্ত কথাগুলো বলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে ও প্রভাষক আক্তার হোসেন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন, কোম্পানীগঞ্জ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাশ, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রফিক, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সদস্য আব্দুল জলিল, সদস্য আফজাল হোসেন বতু্লাহ, আব্দুল হাছিব , নুরুল ইসলাম, প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়জুল করিম, বসন্ত কুমার শর্মা, শাহানুর বেগম, মাকসুদা বেগম, কামাল হোসেন, আবুল আলা রুশদী, আবু নাসের মোহাম্মদ খসরু, বরকত উল্লাহ, আব্দুল হামিদ, আমিনুর রহমান জসিম, আব্দুল জলিল, শফিকুল ইসলাম, জামাল হোসাইন, সৈয়দুজ্জামান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। এর আগে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। দুপুর ২টায় ভোলাগঞ্জ সাদাপাথর হোটেল এন্ড রিসোর্টে অবস্থান শেষে বিকেল ৫টায় সাদাপাথর পর্যটন স্পট পরিদর্শন করেন জেলা প্রশাসক।
Leave a Reply