সিলেটের গোয়াইনঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজঘরের প্রবেশপথ ও সামনা একটি প্রভাবশালী চক্রের দাপটে দখল-দূষণে কৃষি সেবা ব্যহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, বীজঘরের প্রবেশপথ ও এর সামনে অবৈধ ভাবে মাছ-মাংসের দোকান বসানোর ফলে সেবা নিতে আসা কৃষকদের সেবা গ্রহণ বিঘ্নিত হচ্ছে। এ বিষয়টি নিয়ে সরকারি কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা ও জমি দখলমুক্ত করতে প্রশাসনের নিকট আবেদন করেছেন গোয়াইনঘাটের কৃষি কর্মকর্তা রায়হান পারবেজ রনি।
আবেদন সুত্রে জানা যায়উপজেলার সব্জি চাষের অন্যতম এলাকা পূর্ব জাফলং ইউপি। চৈলাখেল ২য় খন্ড মৌজার ৮৯১নং দাগে ৬ (ছয়) শতক এরিয়া নিয়ে কৃষি অধিদপ্তরের বীজঘর রয়েছে। যেখান থেকে কৃষি বিষয়ে কৃষকরা জরুরী সেবা ও পরামর্শ গ্রহণ করেন। কিন্তু বীজঘরের প্রবেশপথ সহ সামনা কিছু প্রভাবশালী মহল মাছ-মাংস ও মাদক সহ বিভিন্ন দোকান বসিয়ে সরকারি কার্যক্রম ব্যহত করে অবৈধভাবে ব্যবসা করছে। তাদের বাঁধা দিলেও কোন তোয়াক্কা করছে না। এছাড়া দোকানের মাছ-মাংসের উচ্ছিষ্ট অংশসহ দোকানের ময়লা-আবর্জনার দূর্গন্ধময় পরিবেশে সরকারি সেবা প্রদান বিঘ্নিত সহ দূষিত হচ্ছে পরিবেশ। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতও কষ্টদায়ক হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, কৃষি বিভাগের বীজঘরগুলো প্রভাবশালী চক্রের জবর দখলে থাকায় সরকারি কার্যক্রম ব্যহত হচ্ছে। সরকারি কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নে বীজঘরের জমি দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি কামনা করছেন কৃষি কর্মকর্তারা।
Leave a Reply