প্রতিপক্ষ, ভেন্যু দু’টোই বদলেছে। শুধু বদলায়নি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়া সিরিজের তিন ম্যাচের মত সিলেটে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে ব্যাটিং-ব্যর্থতা ধুঁকিয়েছে প্রমীলাদের।
ভারতের দেয়া ১৪৬ রানের লক্ষ্যে বাংলাদেশ থেমেছে ১০১ রানে। কেবল বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা করেছেন ম্যাচের একমাত্র ফিফটি, কিন্তু তাঁর লড়াই সান্ত্বনা হয়েই থেকেছে শুধু।
টি-টোয়েন্টিতে ব্যাটিং-সাফল্যের অন্যতম পূর্বশর্ত কার্যকর টপ অর্ডার। অস্ট্রেলিয়ার মতো ভারতের বিপক্ষেও ব্যর্থ সেটি। দিলারা আক্তার, মুর্শিদা খাতুনের সঙ্গে এ ম্যাচ দিয়ে একাদশে ফেরা সোবহানা মোস্তারি—শুরুর তিন ব্যাটার মিলে ২৯ বল খেলে করেছেন মাত্র ২৩ রান। তৃতীয় বলে রেনুকা সিংয়ের বলে এলবিডব্লু হন দিলারা, তাতেই ধসের শুরু বাংলাদেশের।
৬.১ ওভারের মধ্যে ৩০ রান তুলতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ১৯তম ওভারে ৪৫ বলে ফিফটি পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক নিগার, কিন্তু তখনো বাংলাদেশের দলীয় স্কোর ১০০-ই ছোঁয়নি। পূজা বস্ত্রকরকে আড়াআড়ি খেলার চেষ্টায় ব্যর্থ তিনি বোল্ড হন ৪৮ বলে ৫১ রান করে।
দিনে বাংলাদেশের সেরা বোলার অবশ্য রাবেয়া, ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। এদিকে আশার কথা হল, বোলাররা অতিরিক্ত কোনো রান দেননি। এ নিয়ে চতুর্থবার ২০ ওভার বোলিং করেও কোনো অতিরিক্ত রান দেয়নি বাংলাদেশ। কিন্তু অমন আটসাঁট বোলিংয়েও শেষ পর্যন্ত কিছু যায় আসেনি ম্যাচের ফলে।
ম্যাচশেষে সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৪৫/৭ (যস্তিকা ৩৬, শেফালি ৩১, হারমানপ্রীত ৩০, রিচা ২৩; রাবেয়া ৩/২৩, মারুফা ২/১৩, ফারিহা ১/২৩)।
বাংলাদেশ: ২০ ওভারে ১০১/৮ (নিগার ৫১, মুর্শিদা ১৩, স্বর্ণা ১১; রেনুকা ৩/১৮, দীপ্তি ১/১৫, রাধা ১/১৯)
ফল: ভারত ৪৪ রানে জয়ী
Leave a Reply