সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন।
বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৭জন ভোটারের মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠতা এম মুহিবুর রহমান অনুপস্থিত ছিলেন। এছাড়া ৪ জন অভিভাক সদস্য ও ২ জন শিক্ষক প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত গোপন ভোটে মাহবুবুর রহমান রিপন ৩ ভোট এবং জয়ন্ত দাশ সুমন পান ৩ ভোট। সভাপতি পদে উভয় প্রার্থীর ভোট সমান হলে ফলাফল লটারিতে গড়ায়। অবশেষে লটারির মাধ্যমে মাহবুবুর রহমান রিপন সভাপতি নির্বাচিত হন । এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত,পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী,গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ, সিলেট পল্লীবিদ্যুত সমিতির সাবেক সভাপতি নিত্যান্দ দাস,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, নির্বাহী সদস্য আলী হোসেন,নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি আব্দুস সোবহান, মানিক মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল উদ্দিন আহমদ, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামস উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সোহান দে, যুবলীগ নেতা মিজানুর রহমান,সাজু আহমদ,সিলেট জেলা তাতীলীগ নেতা আলাজুর রহমান, সেলিম আহমদ, নন্দিরগাওঁ ইউনিয়ন ক্রিড়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ আয়ুব আলী, নন্দিরগাওঁ ইউনিয়ন ছাত্র কল্যান পরিষদের আহবায়ক ফয়েজ আহমদ, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী মাহবুবুর রহমান রিপন, জয়ন্ত দাশ সুমন, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মোঃ খলিলুর রহমান, শাহাব উদ্দিন, আরিফ মাহমুদ শাহীন, তাহিরুজ্জামান প্রমুখ।
Leave a Reply