সিলেটর গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের শমসুল হক(৫৫) হত্যা মামলার প্রধান (সাজাপ্রাপ্ত) আসামি বাদশা মিয়ার মৃত্যু হয়েছে।
বাদশা মিয়ার বাড়ি একই ইউনিয়নের দাতারি গ্রামে।
বৃহস্পতিবার ২১ মার্চ রাতে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের বগা হাওরের গাংনিবিল নিয়ে ২০০৭ সালের ২১ফেব্রয়ারি
ঘোষগ্রাম ও দাতারি গ্রামের মধ্যে রক্তক্ষয়ী হয়। এবং সেখানে দাতারি গ্রামের লোকজন নির্মমভাবে হত্যা করে ঘোষগ্রামের শামসুল হক কে। পরে শামসুল হকের ছেলে সিফত উল্লাহ বাদী হয়ে সিলেট আদালতে একটি মামলা দায়ের করেন। সেই আলোচিত হত্যা মামলার রায় হয় ২০২৩ সালের আগস্ট মাসে। রায়ে বাদশা মিয়াসহ ৪জনকে যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজাপ্রদান করে কারাগারে প্রেরণ করেন মাননীয় আদালত। কারাগারে থাকা অবস্থায় বাদশা মিয়া অসুস্থ হয়ে পড়লে কারাকর্তৃপক্ষ চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্গদিন চিকিৎসা নেয়ার পর গত বৃহস্পতিবার ২০ মার্চ রাতে তার মৃত্যু হয়। তার লাশ আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
Leave a Reply