সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে জুড়িখাই খালের উপর নির্মিত সেতুটি সংযোগ সড়ক না থাকায় মানুষের কোন উপকারে আসছে না। সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলীরগাঁও ইউনিয়ন অবিভক্ত থাকাবস্থায় উপর দুমকা ও বাবন গ্রামের প্রায় ৩ হাজার মানুষের সড়ক পথে গোয়াইনঘাট – সারীঘাট সড়কের সাথে সরাসরি সংযোগের উদ্দেশ্যে
জুড়িখাই খালের উপর নির্মিত সেতুটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণ থেকে শুরু করে আজ পর্যন্ত সেতুটি মানুষের কোনো উপকারেই আসছে না। বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে সেতুতে ফাটল দেখা দিয়েছে। ভেঙে যাচ্ছে সেতুর রেলিং। শুধু সংযোগ সড়কের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দাসহ শিক্ষার্থীরা। এই সেতুতে উঠতে মই ও সিঁড়ি ব্যবহার করছেন তারা। আবার কেউ নৌকায়, কেউ কাদা-পানি ডিঙিয়ে নদী-খাল পার হচ্ছেন। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ১৫/২০ বছর আগে সেতু নির্মাণ করা হয়েছিল। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সেতু এলাকার বাসিন্দারা। তারা বলছেন, অযথাই সরকারি অর্থের এমন অপচয় করা হলো কেন সেতু যদি মানুষের উপকারে আসেনা। সরকারি অর্থ ব্যায়ে নির্মিত সেতুটি এখন মানুষের গলার কাঁটা। সংযোগ সড়ক না থাকায় নির্মাণের প্রায় ১৬ বছর অতিবাহিত হলেও ব্রিজটি একদিনের জন্যও মানুষের কোনো কাজে আসেনি। এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, রাস্তা নির্মাণের জন্য শিগগিরই প্রকল্প পাঠানো হবে।
Leave a Reply