দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ- ৪ আসনে ৮ জন প্রার্থী হয়েছেন। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর পরই লিফলেট বিতরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার-প্রচারণা।এ আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী শাহীন, ডাক প্রতীকের বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মিনার প্রতীকের আবু ছালেহ, বিএনএম দলের নোঙ্গর প্রতীকের মো. মোখলেছুর রহমান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে মোহাম্মদ আব্দুল মমিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট দলের মো. রাশেদুল ইসলাম খোকনের প্রতীক ছড়ি।প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলায় প্রার্থীগণ ভোটারদের সাথে কুশল বিনিময়, বিভিন্ন প্রতিশ্রুতি ও নিজের পরিচিতি এবং নিজের সম্বলিত লিফলেট বিতরণ, মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণা শুরু হয়েছে।আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র ঈগল এর প্রচার প্রচারণা বেশ জমজমাট থাকলেও অন্যান্য প্রার্থীদের প্রচার প্রচারণা তুলনামূলম কম।
Leave a Reply