ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব প্রিয়সিন্ধু তালুকদারকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার।গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।একই প্রজ্ঞাপনের মাধ্যমে সাসেক ইন্টিগ্রেটেড ট্রেড ফ্যাসিলেটেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের (বিএলপিএ অংশ) প্রকল্প পরিচালক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম।অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব সেবাস্টিন রেমাকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব এবং জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব জুবাইদা মান্নানকে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
Leave a Reply