সিলেটের গোয়াইনঘাটে বালু চুন মিক্স লিকুইড খাইয়ে আলোচিত দিনমজুর হেলাল উদ্দিন হত্যার ২ নং আসামি আমির উদ্দিন (৩৭) কে গাজিপুর থেকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গোপন সংবাদের বিত্তিতে ১০ তারিখ রাতে গাজিপুর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গোয়াইসমনঘাট থানার এসআই উবায়দুল। আটককৃত আসামির বাড়ি গোয়াইনঘাট উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নের ইসলামপুর গাংপার গ্রামে।
উল্লেখ: গত ২৪শে ডিসেম্বর প্রতিদিনের ন্যায় বালু কাজের জন্য জাফলং গিয়েছিল দিনমজুর হেলাল উদ্দিন, কাজ না পেয়ে বাড়ি ফেরার পথে জাফলং চা-বাগানে দুপুর ২ টার দিকে রাধানগর এলাকার কিছু মানুষ রুপি জানোয়ার রাধানগর ইসলামপুরের মোশাররফ হোসেন ও আমির উদ্দিন সহ তার সহযোগিরা হেলালকে গরু চুরির অভিযোগে আটক করে রশি দিয়ে বেধে বেড়ধর মারধর করে। এক পর্যায়ে হেলালকে চুন ও বালু মিক্স লিকুইড খাইয়ে মধ্যে জাফলং ইউনিয়ন পরিষদের একটি রোমে বন্ধি করে রেখে অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে তার স্বজনরা হেলালকে উদ্ধার করে নিয়ে আসার পথে রাস্তায় মৃত্যু হয় হেলালের। এই ঘটনায় একটি হত্যা মামলা করেছে তার পরিবার। এই মামলা একজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান এলাকাবাসী।
Leave a Reply