মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব আয়োজিত ১ম এমজিএইচএসডিছি বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) এর বিতর্ক দল “এসইউডিএস চেতনা ৭১”।
সোমবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র বিতর্ক দল “সাউডিএস বর্ণমালা” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় “এসইউডিএস চেতনা ৭১”।
বিজয়ী দলের সদস্যরা হলেন মোহতাসিম ফিরদৌস মাহিন, আবু সাঈদ শাওন ও আব্দুল্লাহ আল সামিন।
বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্বে সকল বিতর্কে জেতার মাধ্যমে ‘টপ ব্রেকিং টিম’ হিসেবে সেমি ফাইনালে উত্তীর্ণ হয় “এসইউডিএস চেতনা ৭১”
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় টুর্নামেন্টের সেরা বিতার্কিক ও চূড়ান্ত পর্বের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহতাসিম ফিরদৌস মাহিন ও আব্দুল্লাহ আল সামিন।
Leave a Reply