জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বো আগামী শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ই ডিসেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস -২০২৪ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রুহিনী রন্জন দে'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নাজমুল ইসলাম, তৈয়ব আলি কারিগরি কলেজের প্রভাষক প্রকৌশলী মোঃ মনির উদ্দিন, প্রভাষক অলকেশ দে মুহিত, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কার্যকরী কমিটির সদস্য নাসির উদ্দিন পাবেল, সদস্য সোহেল আহমেদ, সদস্য শামসুন নাহার সুমি,সদস্য ফাতেমা বেগম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তিষাণ আক্তার সহ বিভিন্ন স্কুল কলেজ হতে আসা শিক্ষার্থীবৃন্দ র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।