বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোয়াইনঘাট উপজেলার প্রবাসীদের সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
৩০শে নভেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টায় ভোট গ্রহন শুরু হয় এবং রাত ১২ পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে ভোট প্রদান করেন ভোটাররা।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৌদি আরব প্রবাসী নিয়াজ মুর্শেদ, সাধারণ সম্পাদক পদে লন্ডন প্রবাসী মোহাম্মদ মিছবাহ্ উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক পদে সায়েম আহমেদ শাহীন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আব্দুল ওয়ারিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পাঁচ পদে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।
নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী আব্দুল লতিফ বাবুল, প্রধান নির্বাচন কমিশনার সৌদি আরব প্রবাসী আব্দুল আহাদ মনির, সদস্য সচিব দুবাই প্রবাসী নজরুল ইসলাম, কমিশন সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইউসুফ এবং যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিলর আব্দুল মুবিনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয় ।
সভাপতি পদে নিয়াজ মুর্শেদের সাথে ওমান প্রবাসী এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মিছবাহ্ উদ্দিনের সাথে দুবাই প্রবাসী আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে এস.এ. শাহীনের সাথে জাহেদ আহমদ ও বুরহান উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে আব্দুল ওয়ারিসের সাথে বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমানের সাথে নাজমুল ইসলাম প্রতিদ্বন্ধীতা করেন ।