সিলেটের গোয়াইনঘাটে সিটিং বিল জবরদখল করে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। বিলের মালিক (লিজ গ্রহনকারী) বাদী হয়ে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার ভুমি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিলের লিজ গ্রহনকারীরর লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে গত ২০-০৩-২০২৪ ইং তারিখে সিলেট জেলা প্রশাসক (রাজস্ব) ও ৪-১-২৪ ইঙ তারিখে ১৪৩১-১৪৩৬ বাংলা সন পর্যন্ত ছয় বছরের জন্য গোয়াইনঘাট উপজেলারাধীন ১৯৬/১৯৮ সিটিং বিল জলমহাল ইজারা মূল্য ২৫,৭০,৪৫৫/- (পঁচিশ লাখ, সত্তর হাজার চারশত পঞ্চান্ন) টাকায় লিজ প্রাপ্ত হন উপজেলার শিয়ালা হাওর গ্রামের সাহরাজ মিয়ার পুত্র ও শিয়ালা হাওর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাজল মিয়া। লিজ নেওয়ার পর থেকে তিনি বিলের দখল নিয়ে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করে আসছেন। এছাড়া মাছ আহরনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করেন। এদিকে ২৩-১১-২৪ ইং তারিখে উপজেলার পাইকরাজ গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র বিলাল উদ্দিনের নেতৃত্বে ৫০/৬০ লোক দেশিয় অস্ত্র ও মাছ আহরনের সরঞ্জাম নিয়ে জলমহালের বাঁধ কেটে প্রায় পাঁচ লাখ টাকার মাছ জোর পূর্বক লুঠ করে নিয়ে যান। লিজ গ্রহনকারী কাজল মিয়া জানান বিলাল গংরা জোরপূর্বক আমার জলমহাল লুঠ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিয়ে গেছে। আমি বৈধ ভাবে সরকারি রাজস্বতে টাকা জমা দিয়ে ৬ বছরের জন্য লিজ গ্রহন তরেছি। জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভুমি সাইদুল ইসলাম জানান আমি লিখিত অভিযোগ পেয়ে স্থানীয় তহশিলদার ও পুলিশ ঘটনাস্থলে পাটিয়েছি,তদন্তে প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেব।