কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) উপজেলার দুইটি কেন্দ্র গোয়াইনঘাট সরকারী কলেজ ও তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয় সেন্টারে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন ফোরামের জেলা কমিটির সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান সিকদার, গোয়াইনঘাট উপজেলার সাবেক পৃষ্ঠপোষক আমির উদ্দিন,জেলা শাখার সহকারী পরিচালক মহসিন আলমাস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন,
মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম গোয়াইনঘাট উপজেলার পরিচালক তারেক আহমদ, সহকারী পরিচালক হিফজুর রহমান,, মুজাহিদুল ইসলাম, ইমদাদ উল্ল্যাহ, জয়নুল আবেদিন প্রমুখ।
উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী
২০ ডিসেম্বর প্রকাশিত হবে।