সিলেটের গোয়াইনঘাটে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন’ শাখার আয়োজনে ২০০৬ সালের ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস ও জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর (সোমবার) বিকেলে স্থানীয় ‘কোওর বাজার’ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আবুল হোসেন। ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. ফয়েজ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তর এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জামায়াত নেতা লুৎফুর রহমান, নুরুল আমীন হেলালী, হাঃ মাওঃ তোফাজ্জল হক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রিয়াজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, শেখ হাসিনার নির্দেশে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৃশংসতায় মেতে উঠে এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে পিটিয়ে হত্যার পর লাশের উপর চড়ে উন্মাদের মত নৃত্য ও আনন্দ উল্লাস করে। ওই দিন শহীদ হন বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী এবং অসংখ্য জনসাধারণ। বক্তারা ২৮শে অক্টোবর ২০০৬ ও ২০২৪ সালে জুলাই বিপ্লবের ঘটনাসহ হাসিনা সরকারের পূর্বাপর সকল গুম-খুনের বিচারের দাবী জানান।
Leave a Reply