সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি, সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া সাত্তার-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে তার নিজ উপজেলা গোয়াইনঘাটের ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার জাতুগ্রাম মাদরাসা মিলনায়তনে বিএনপি নেতা আজিজুর রহমান এর সভাপতিত্বে ও
গোয়াইনঘাট উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি আলিম উদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম.এ.মতিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা নজরুল ইসলাম, শামীম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, শ্রমিকদল নেতা আমির উদ্দিন, যুবদল নেতা বদরুল আলম, রুবেল আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এম.এ.মতিন বলেন- দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আর এই নতুন সময়ে সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে একঝাঁক তারুণ্যদ্বীপ্ত নেতা স্থান পেয়েছেন, যারা গত ১৫টি বছর হামলা-মামলায় জর্জরিত ছিলেন। দলের জন্য জীবনের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছেন তারা। এরই মাঝে অন্যতম জেলা যুবদলের নবনির্বাচিত সহ-সভাপতি আমাদের অত্যন্ত স্নেহভাজন গোলাম কিবরিয়া সাত্তার। তার কাছ থেকে সমাজ অনেক ভালো কাজ উপহার পাবে। আগামী দিনে সিলেটে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে নিশ্চয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া সাত্তার বলেন- দল আমাকে মূল্যায়ন করেছে এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। অতীতের মতো সিলেট জেলা যুবদল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতিটি নির্দেশ পালনে প্রাণপণ লড়ে যাবে। এছাড়া জেলা যুবদল হবে সিলেটবাসীর নির্ভরতার জায়গা।