সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ‘কোওর বাজার’ এলাকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদেরকে নিয়ে গঠিত ‘কোওর বাজার প্রবাসী পরিষদ’। পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন করে সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী মোঃ নজরুল ইসলামকে সভাপতি, বাহরাইন প্রবাসী মোঃ জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ও কাতার প্রবাসী মোঃ উমর ফারুক-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি (২ অক্টোবর) বুধবার অনুমোদন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুর আহমদ।
কমিটি অনুমোদনের পর নেতৃবৃন্দরা বলেন, কোওর বাজার প্রবাসী ঐক্য পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। মূলত প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরীর মাধ্যমে এলাকার মানুষের আর্ত-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে এবং বিপদে-আপদে এলাকাবাসীর পাশে থেকে সহযোগিতার মনোভাব নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আরও বলেন, এ সংগঠনের পক্ষথেকে সব সময় আমরা অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করবো। এ লক্ষ্যে আগামী কিছু দিনের ভিতরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তারা এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়ায় সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংগঠনের পথচলায় সকলের দোয়া, আর্শীবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
Leave a Reply