সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজারে এক সভায় জামায়াত সম্পর্কে দেওয়া এক ভিত্তিহীন বানোয়াট বক্তব্য প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী পশ্চিম জাফলং ইউনিয়ন।
বার্তায় নেতৃবৃন্দ বলেন বিগত আন্দোলন সংগ্রাম উনাকে রাজপথের কোথায় দেখা যায় নি বরং অবৈধ সরকারের ডামি নির্বাচনে অংশ নিয়ে এ সরকার কে বৈধতা দিয়েছেন। সম সাময়িক সময়ে তাহার আচরন ইউনিয়ন বাসীকে উদ্বীন্ন করেছে। এক বার্তায় তারা বলেন - -
সম্মানিত পশ্চিম জাফলং ইউনিয়ন সহ গোয়াইনঘাট বাসী আসসালামুআলাইকুম।
নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত ইউনিয়ন বাসী অধ্য শুক্রবার স্থানীয় মাতুরতল বাজারে কে বা কারা একটি বৈঠকের আয়োজন করেছিল, এতে আমরা ইউনিয়ন সংগঠন মোটেই জ্ঞাত ছিলাম না। এবং এ বৈঠকে আমাদের সাথে কোন আলোচনা করা হয় নি এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের কোন সমর্থন ছিলো না।
উক্ত বৈঠকে আমাদের সংগঠনের ব্যাপারে যে বক্তব্য প্রদান করা হয়েছে আমরা তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অনতিবিল্বে এ সকল বক্তব্য পরিহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমরা এলাকার সকল দল ও মানুষের নিয়ে শীঘ্রই বেঠক করে এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবো। এর পূর্বে জামায়াতে ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে বৈঠকে আনিত সকল বক্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ রইল।