গোয়াইনঘাটে বিএনপির নেতা কর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন ফেইক আইডি দিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।
এক প্রতিবাদ বার্তায় নেতৃবৃন্দ বলেন আমরা বিগত দিনের আন্দোলন সংগ্রামে আওয়ামী দু:শাষনের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু আজ আমাদের বিরুদ্ধে আমাদের সক্রিয়তায় হিংসাত্মক হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমরা শীঘ্রই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিবৃতি প্রদান কারিরা হলেন
গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আহব্বায়ক কমিটির যুগ্ম আহব্বায়ক গোলাম কিবরিয়া ছাত্বার, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের সাবেক ভারপ্রাপ্ত আহব্বায়ক রুহুল আমীন, চার নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।
এছাড়াও গোয়াইনঘাট উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডির মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।
Leave a Reply