1. admin@jalalabadtims.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে চা শ্রমিক গোপাল হত্যায় জামায়াতের নিন্দা সীমান্তে হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে- বিএনপি নেতা সাজু বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ মহান বিজয় দিবসে ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনিয়মের সম্রাট হরলাল সরকার ” কোম্পানিগঞ্জ স্টেশনে ৬ বছর”  একই স্টেশনে হরলাল সরকার ৬ বছর” দুর্ণীতির টাকায় গড়েছেন অর্থের পাহাড় জৈন্তাপুরে শ্রীপুর কুয়ারীতে বার বার অভিযান সত্ত্বেও থামছে না বালু পাথর চুরি গোয়াইনঘাটে ছাত্রদল সভাপতি পরিচয়ে হাসানের বেপরোয়া চাঁদাবাজী জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা গোয়াইনঘাট ফতেপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন “সভাপতি মিসবাহ সেক্রেটারি নজরুল

গোয়াইনঘাটে সাবেক মন্ত্রী, বিজিবিসহ ৬৫ জনের নামে হত্যা মামলা

স্টাফ রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা পদত্যাগের দিন গোয়াইনঘাটে আনন্দ মিছিলে হামলা ও গুলিতে নিহত যুবক সুমন মিয়া (২০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সিলেট-৪ সাবেক এমপি ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল। তিনি গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা।

মামলার আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত।

মামলায় অন্য আসামিরা হলেন সোনার হাট বিজিবি ক্যাম্পের সাবেক হাবিলদার মিজান (৪০) বিজিবি সদস্য ভিআইপি শহিদ (৪০), বিজিবি সদস্য সিপাহি আল আমিন (৩৮), সিপাহি আতিক ও আফসার হোসেন, এ ছাড়াও উপজেলার বেনিয়াম, ৪০ শাকিলসহ ৬৫ জনকে নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

আন্দোলনে গুলিবিদ্ধ সৌরভ, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না
মামলার এজহারে উল্লেখ করা হয়, শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর দিন বিকেলে আনন্দ মিছিল করতে বের হয় স্থানীয়রা। উপজেলার ২নং পশ্চিম জাফলংয়ের সোনার হাট বিজিবি ক্যাম্পের দক্ষিণ দিকে মাতুরতল বাজার গামী পাকা রাস্তায় আনন্দ মিছিল নিয়ে আসতেই হামলা চালায়। ক্যাম্পের সাবেক হাবিলদার মিজান ও ভিআইপি শহিদ, আল আমিন, আফসার হোসেন, অজ্ঞাত নামা ক্যাম্পের অন্যান্য সদস্যরা উপর্যুপরি গুলি বর্ষণ ও হাত বোমা নিক্ষেপ করতে থাকে। এ সময় গুলিতে নিহত সুমন মিয়ার বুকের বাম পাশে বিদীর্ণ হয়ে ও ছররা গুলিতে পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। পরে বাদী ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠায়। আত্মীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ভিআইপি শহিদ, সিপাহি আল আমিন, আতিকসহ অপরাপর বিজিবি সদস্যসহ সংঘবদ্ধ সন্ত্রাসীদের নিক্ষিপ্ত গুলিতে ঘটনাস্থলে আরো অন্তত ৪ জন ছাত্র শহিদ হন এবং শতাধিক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park
error: Content is protected !!