বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে গোয়াইনঘাটে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪জুন) গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়ায় শতশত নেতাকর্মী অংশ নেন।
পরে বানভাসি গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্পাদক মাহবুব আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, বিএনপি নেতা ইউনুস আলী, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী যুবদল নেতা ফখরুল ইসলাম সুমন প্রমুখ।
উল্লেখ্য শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুক্রবার রাত তিনটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply