মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’—এ মহত্ বাণীকে ধারণ করে আর্তমানবতার সেবায় মনপ্রাণ ঢেলে দিয়েছেন গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.নিজাম উদ্দিন। সর্বসাধারনের কাছে দলমত নির্বিশেষে এক ব্যাপক গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে প্রতীয়মান রয়েছেন। জনসেবা প্রধানের মাধ্যমে একজন সফল জনবান্ধব চেয়ারম্যান হিসেবে এলাকায় অধিষ্ঠিত।
সম্প্রতি প্রলয়ঙ্করী বন্যায় নিজের জীবনকে তুচ্ছ করে ন্যাকবলিত পানিবন্দি মানুষদের উদ্ধার করতে দিনরাত পরিশ্রম করেই গেছেন। এছাড়া বানভাসি দুস্থদের জন্য সরকারি বরাদ্দ ছাড়াও নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি ঝাপিয়ে পড়েন এলাকার মানুষের কল্যানে।
২০২২ সালের প্রলয়নকারী বন্যায় উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাড়িয়েছেন বিভিন্ন সহযোগিতা নিয়ে। তৈরি করে দিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকের বসতঘর। তাছাড়াও সরকার কর্তৃক সকল পেরিত সুবিধা জনগনের দোরগোড়ায় পৌছেদিতে নিরলস পরিশ্রমে কোন ঘাটতি রাখেননি তিনি।
ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকেই
সুন্দর ও সুষ্ঠুভাবে এলাকার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের কাছে প্রকৃত জনদরদী জনতার চেয়ারম্যান হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন।
নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেণির মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন খোব কম সময়ে। এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান ,সৎ,পরিশ্রমী জনবান্ধব ও বিচক্ষণ এই চেয়ারম্যান।
সফল, জনবান্ধব ও জনতার চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন বলেন, যতদিন বেঁচে থাকবো,ততদিন এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলের আন্তরিকতা ও নিরলস ভালোবাসায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।