গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ফ্রান্স শাখার ৪১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ আব্দুস
শহীদ সভাপতি ও সালেহ আহমদ সাধারণ সম্পাদক ও মোঃ সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ফ্রান্স শাখার আহবায়ক কমিটির আহবায়ক ফখরউদ্দিনের সভাপতিত্বে দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা গোলাপ মিয়া ও হাফিজ আব্দুল মুবিন'র উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপদেষ্টা সদস্য বিধান চন্দ্র ধর,প্রভাষক ফখরুদ্দিন, আতাউর রহমান, মোজাম্মিল আলী ও মঈনুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, সহসভাপতি হেলাল আহমদ ও শাহীন আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুর রহমান ও যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুহিতুর রহমান, কোষাধ্যক্ষ মনজুর আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমদ ও প্রচার সম্পাদক শরিফুল হক এনাম।