ব্যবসা করতে হলে চাঁদা দাও। চাঁদা দিলে নির্বিঘ্ন থাকো, নইলে হামলা ও মারধর। গোয়াইনঘাটের জয়দুল, সবুজ, শাহ-আলম বাহিনীর এটা যেন রীতি। দিনদিন বেপরোয়া হয়ে উটেছে তারা। তাদের এই চাঁদাবাজীতে অতিষ্ঠ এলাকার ব্যবসায়ীরা।
গোয়াইনঘাটে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর হামলা করেছে জয়দুল, সবুজ, শাহ-আলম বাহিনী। গত ৪জুন মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত
হয়েছেন ব্যবসায়ী জুবের আহমদ, নাজমুল ইসলাম সহ অন্তত ১০জন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি ও কয়েকটি দোকান।
এই ঘটনায় ব্যবসায়ী জুবের আহমেদ র ভাই জাকারিয়া বাদী হয়ে জয়দুল, সবুজ, শাহ-আলম বাহিনীর ৯ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা যায়,, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের ব্যবসায়ী জুবের আহমদকে স্হানীয় হাজিপুর বাজারের পাশে রাস্তায় আটকিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছিল একই এলাকার দক্ষিন প্রতাপপুর গ্রামের (এইট্টি গ্রুপ) নামে পরিচিত জয়দল, সবুজ শাহ আলম ও রহমত বাহিনী। এসময় জুবের আহমদ চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
সে কারণেই তাঁকে ও তার ভাই নাজমুল ইসলামকে মারধর করে জুবের আহমদের সাথে থাকা ব্যবসায়িক ১২,৮৫.০০০/- (বার লক্ষ পচাশি হাজার টাকা নিয়ে যায় তারা। এছাড়াও জুবের আহমেদ র মোটর সাইকেলসহ হাজিপুর বাজারে থাকা তাদের ১৭টি মোটর সাইকেল ভাঙ্গিয়া অনুমান ১৬.০০.০০০০/ (সোল লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং হাজিপুর বাজারের ইয়াছিন আরাফাতের কাপড়ের দোকান ভাংচুর করে প্রায় ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) ক্ষতি সাধনসহ দোকানে রক্ষিত অনুমান ৮.০০,০০০/-(আট লক্ষ টাকা) কাপড় চুরি করিয়া নিয়ে যায় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
আর এসবের নেপথ্যে রয়েছেন মামলার আসামি দক্ষিণ প্রতাপপুর গ্রামের মৃত হুইদুর রহমান ছেলে শাহ আলম (৪০), আব্দুল কাদির র ছেলে জয়দল হোসেন (৪০) আব্দুল সুবহান র ছেলে আব্দুল মালেক (৪২), আশরাফ আলীর ছেলে এরশাদ আলী (৪০), রহমত আলীর ছেলে সবুজ মিয়া (২৮) আশরাফ আলীর ছেলে রহমত আলী (৩৩),মৃত আলমাছ আলীর ছেলে তাজুল ইসলাম (২৬), মুছব্বির মিয়ার ছেলে তৌহিদ মিয়া (৪৫),দেলোয়ার হোসেন খিদুলু র ছেলে জসিম উদ্দিন (৪০)। এছাড়াও অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরো কয়েকজন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়ে মামলা হয়েছে,, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।