গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার ও ভারত থেকে আসা চিনি ও গরুর লাইন (অর্থ আদায়) নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একে আহত হয়েছেন কয়েকজন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর বাজারে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
সুত্র জানায় গত ছয় মাস পূর্বে স্থানীয় জয়দুল নামে এক ব্যক্তির ভারত থেকে আসা গরু বিজিবির এক সাড়াশি অভিযানে আটকের চেষ্টা করলে এতে জয়দুল গংরা অপর পক্ষের নবী হোসেন গংদের দোষারুপ করে এতে করে উভয়ের মধ্যে মনোবিবাদ চলে আসছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান অধ্য মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক রাত দশ ঘঠিকার সময় হাজিপুর বাজারের মাঠের পাশে নবী হোসেন ও সেলিম আহমদ এবং জয়দুলদের মধ্যে এরই সুত্রে কথা কাটাকাটি হয়। এতে করে ঘঠনার সুত্রপাত হয়। পরে জয়দুল তাদের অপর আত্মীয় স্বজনদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে এতে গুরুতর আহত হন হাজীপুর গ্রামের ১, জুবের আহমদ (২৭) পিতা নুরুল ইসলাম ২,নাজমুল ইসলাম (২৫) পিতা নুরুল ইসলাম। ৩, হেলাল আহমদ (৩৭)পিতা সিদ্দিকুর রহমান। ৪)খলিল হোসেন (৩৬)পিতা অজ্ঞাত। ৫,মুজাম্মিল হোসেন (২৬) পিতা নুরুল ইসলাম গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলের ইমাৰ্জেন্সি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে জুবের আহমদ ও নাজমুলের অবস্থা আশঙ্কাজনক। অপর পক্ষের আহতরা হলেন ইদ্রিস আলী, মিজান, হোসেন, রমজান, সজীব। রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।