সিলেটে ভয়াবহ বন্যায় উত্তরাঞ্চলের মানুষ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইনঘাট) দুর্বিষহ সময় পার করছেন।বর্ষাকাল এলেই এ অঞ্চলের মানুষের হাহাকার ক্রমেই বাড়তে থাকে।গত কয়েক দিনের ভারি বর্ষণে বিশাল বন্যার সৃষ্টি হলে ডুবে যায় মানুষের ঘর বাড়ি।বাইশের বন্যার করুণ পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও ভয়াবহ বন্যার কবলে পড়তে হয়েছে উত্তরাঞ্চলের বিশাল জনপদের।
এদিকে এই কঠিন সময়ে বরাবরের মতো মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন।আব্দুল হাকিম চৌধুরী সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং একাধিক বারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান।
তিনি আজ (বৃহস্পতিবার) গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও, তোয়াকুল, লেংগুড়া ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বন্যার্ত অসহায় মানুষদের মাঝে দিনভর খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন ও দপ্তর সম্পাদক মো. খায়রুল আমিনসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণকালে আব্দুল হাকিম চৌধুরী বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি গোয়াইনঘাটসহ পার্শ্ববর্তী সবকটি উপজেলার মানুষ। এই কঠিন সময়ে দলমত নির্বিশেষে সাধ্য অনুযায়ী সবাইকে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে। বিএনপি গণমানুষের দল। তাই যে কোন দুর্যোগে মানুষের পাশে থাকে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা বানভাসী মানুষের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো।
Leave a Reply