সিলেটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনূভূত হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মায়ানমারের মাওলেক এলাকা।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে ৪৩৯ কিলোমিটার। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে মানুষজন বাসাবাড়ি থেকে বাইরে চলে আসেন। অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া
যায়নি।