টানাবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে
আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার হাজার হাজার ঘরবাড়ি,রাস্তাঘাট, হাটবাজার। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জানিয়েছে বন্যাকবলিত মানুষদের জন্য ১৩টি ইউনিয়নের ৫৬ টি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত রয়েছে। দুই উপজেলার প্রধান প্রধান সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে যানচলাচল বিচ্ছিন্ন রয়েছে।
গোয়াইনঘাটের মধ্য জাফলং ইউনিয়ন, পূর্ব জাফলং, সালুটিকর, আলীর গাঁও,ফতেহপুর ,ডৌবাড়ি তোয়াকুল, রুস্তমপুর,বিছনাকান্দি, লেঙ্গুড়া, ও সদর ইউনিয়ন এর সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার হাওরাঞ্চল ও নিম্নাঞ্চল এলাকার হাজারো মানুষ ও গবাদিপশু পানিবন্দী অবস্থায় রয়েছে।
এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলা বন্যাকবলিত ঝুকিপুর্ন এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে সরেজমিনে কার্যক্রম পরিচালনা করছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং সেলের অফিসারগণ ।