সিলেটের গোয়াইনঘাটে স্ত্রী-কে লন্ডন নেওয়ার প্রলোভন দেখিয়ে গরীব পিতার ৫লাখ টাকা হাতিয়ে নিয়েছে স্বামী।
ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পূর্ব দিঘীরপার গ্রামে।
মামলা সূত্রে,জানা গেছে গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পূর্ব দিঘীরপার গ্রামের দিনমজুর আজিজুর রহমানের কন্যা নাসিমা আক্তারকে গত ০৮-০৯-২০২৩ইং তারিখে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কায়স্থপাড়া (পূর্ব বলদী) গ্রামের সাইফুল্লাহ মিয়ার ছেলে নজরুল, মুসলিম শরিয়াহ মোতাবেক বিয়ে করেন।বিয়ের পরে শ্বশুর বাড়িতে ৪/৫মাস সংসার করেন তারা।নজরুলের বাড়িতে কখনও স্ত্রী নাসািমাকে নেয়নি। বিয়ের পরে স্বামী নজরুল শ্বশুর বাড়ির লোককে বলে তার লন্ডনের ভিসা হয়ে গেছে। তাই তার স্ত্রীকে সাথে নিয়ে লন্ডন যাবে। নববধূবেশী নাসিমাকে আইএলটিএস করতে হবে। আইএলটিস সম্পন্ন করে ভিসা প্রসেসিং এর কথা বলে প্রাথমিক ৫লাখ টাকা হাতিয়ে নেয় নজরুল।
এরপরে আবারো আরও ৫লাখ টাকা দাবি করে নজরুল। এতে স্ত্রী নাসিমার মনে সন্দেহ জাগলে এক পর্যায় ভিসার কাগজ পত্র নাসিমা দেখতে চাইলে তখন থেকে স্বামী নজরুল পলাতক হয়ে যায়। এর ভিতরে নাসিমা অন্তঃসত্ত্বা হয়ে য়ায়। তখন স্বামী নজরুল তার স্ত্রীকে বলে আরও ৫লাখ টাকা দিলে সংসার করবে নতুবা তালাক দিবে।
এঘটনায় নাসিমা বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।
স্বামী নজরুলের মোবাইল ফোনে কথা হলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন আমি ডির্ভোস লেটার পাটিয়েছি।
ভুক্তভোগী নাসিমা জানান আমি ৮মাসের অন্তঃসত্ত্বা, আমাকে লন্ডন নেওয়ার কথা বলে আমার গরীব পিতার কাছ থেকে ৫ লাখ টাকা আমার স্বামী নিয়েছেন। আমি এই প্রতারণার ন্যায্য বিচার চাই।
Leave a Reply