1. admin@jalalabadtims.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিএসএফের গুলিতে নিহত শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন, সান্ত্বনা দিতে ছুটে গেলেন ইউএনও বড়লেখা সীমান্তে চা শ্রমিক গোপাল হত্যায় জামায়াতের নিন্দা সীমান্তে হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে- বিএনপি নেতা সাজু বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ মহান বিজয় দিবসে ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনিয়মের সম্রাট হরলাল সরকার ” কোম্পানিগঞ্জ স্টেশনে ৬ বছর”  একই স্টেশনে হরলাল সরকার ৬ বছর” দুর্ণীতির টাকায় গড়েছেন অর্থের পাহাড় জৈন্তাপুরে শ্রীপুর কুয়ারীতে বার বার অভিযান সত্ত্বেও থামছে না বালু পাথর চুরি গোয়াইনঘাটে ছাত্রদল সভাপতি পরিচয়ে হাসানের বেপরোয়া চাঁদাবাজী জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচন” বিজয়ী যারা

জালালাবাদ টাইমস ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন,তিনি (ঘোড়া প্রতীকে) ৪৫ হাজার ৯৯ টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তার নিকঠতমপ্রতিদ্বন্ধী ফারুক আহমেদ মোটরসাইকেল প্রতীকে ২৬ হাজার ৮৬৭টি ভোট পেয়েছেন। শাহ আলম স্বপন ১৮ হাজার ২৩২ ভোটে বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস চশমা প্রতীকে ৩০ হাজার ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রমিক নেতা কুতুব উদ্দিন টিউবওয়েল প্রতীকে ১৭হাজার ৭০০টি ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা রহিম কলি পদ্মফুল প্রতীকে ২৫ হাজার ৪৬৩টি ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয় বেগম কলস প্রতীকে ২৩ হাজার ১২৫টি ভোট পেয়েছেন।

মঙ্গলবার ২১ মে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। গোয়াইনঘাট উপজেলায় এবার চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ: গোয়াইনঘাট উপজেলায় মোট ৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার রয়েছে দুই লাখ ২৯ হাজার ৯৪১জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ১৮৬৩৭ জন। এবং নারী ভোটার রয়েছে এক লাখ ১১৩০৪জন। মোট ভোট কাস্ট ৭১হাজার ৯৬৬টি।

 

 

 

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park
error: Content is protected !!