কাওছার আহমেদ রাহাত:
গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন,তিনি (ঘোড়া প্রতীকে) ৪৫ হাজার ৯৯ টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তার নিকঠতমপ্রতিদ্বন্ধী ফারুক আহমেদ মোটরসাইকেল প্রতীকে ২৬ হাজার ৮৬৭টি ভোট পেয়েছেন। শাহ আলম স্বপন ১৮ হাজার ২৩২ ভোটে বেশি পেয়ে স্বপন’ বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস চশমা প্রতীকে ৩০ হাজার ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে শ্রমিক নেতা কুতুব উদ্দিন টিউবওয়েল প্রতীকে ১৭হাজার ৭০০টি ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা রহিম কলি পদ্মফুল প্রতীকে ২৫ হাজার ৪৬৩টি ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয় বেগম কলস প্রতীকে ২৩ হাজার ১২৫টি ভোট পেয়েছেন।
মঙ্গলবার ২১ মে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। গোয়াইনঘাট উপজেলায় এবার চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী ভাই চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ: গোয়াইনঘাট উপজেলায় মোট ৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার রয়েছে দুই লাখ ২৯ হাজার ৯৪১জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ১৮৬৩৭ জন। এবং নারী ভোটার রয়েছে এক লাখ ১১৩০৪জন। মোট ভোট কাস্ট ৭১হাজার ৯৬৬টি।
Leave a Reply