ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের গোয়াইনঘাটে মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১মে) সকাল ৮ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
মোট ৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬০টি প্রাপ্ত ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শাহ আলম স্বপন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৩৩৫২২টি ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো.ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে ১৯৮৪০
ভোট পেয়েছেন। ফলে ১৩ হাজার ৬৮২ ভোটে এগিয়ে রয়েছে স্বপন’র ঘোড়া।