সিলেট নগরীর মিরাবাজার এলাকায় বিরতি ফিলিং স্টেশনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কেনো এই ফিলিং স্টেশনে বারবার আগুন লাগছে তা তদন্ত করে দেখতে হবে। আপাতত আগুন নিয়ন্ত্রনে আছে।
সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আমীন তৌহিদ বলেন, ‘এম্বুলেন্সের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। তবে অগ্নিকাণ্ডের পর থেকে ফিলিং স্টেশনের মালিক ও অন্যান্য স্টাফ এবং এম্বুলেন্সের ড্রাইভার ও সহকারী পলাতক রয়েছেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে এই ফিলিং স্টেশনের কমপ্রেশর কক্ষে অগ্নিকাণ্ডে দগ্ধ হন ৯ ব্যক্তি। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৬জন।
Leave a Reply