আমি চেয়ারম্যান বলতে বুঝি মানুষের জন্য কাজ করা, বিপদ আপদে মানুষের কাছে ছুটে যাওয়া। আমি আমার প্রিয় উপজেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের সাথে নিয়ে একটি বাসযোগ্য মডেল উপজেলা গড়ে তুলব। শুক্রবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহ আলম স্বপন এসব কথা বলেন। তিনি বলেন, আমি চেয়ারম্যান হই বা না হই আমার কোন দুঃখ থাকবে না, আমি অতীতে যেমন আপনাদের স্বপন ছিলাম ভবিষ্যতেও আমি আপনাদের স্বপন থাকবো। আজকের এই শতশত মানুষের উপস্থিতিই প্রমাণ করে মানুষ আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি, আগামী ২১শে মে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ আমাকে তথা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি আরো বলেন, মনোনয়ন জমা দেয়ার পর থেকে আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে একটা গ্রুপ নানা ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমি প্রার্থী হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। কিন্তু এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি উপজেলাবাসীকে কারও কোন পাতানো ষড়যন্ত্র বা ফাঁদে পাঁ না দিয়ে আগামী ২১ শে মে ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে ঘোড়া মার্কার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার ওহিদুল্লাহ’র সভাপতিত্বে ও কামরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply