পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন বিশিষ্ট কমিউনিটি নেতা গোয়াইনঘাট প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমির উদ্দিন। আজ বিকাল ৬ ঘঠিকার সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দুবাইর উদ্দেশ্য সিলেট ছাড়ছেন। তিনি দুবাই তে বাংলাদেশের কমিউনিটি ও প্রবাসী এবং শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সাথে মতবিনিময় করবেন। পুনরায় আগামী ৮ মে বুধবার দেশে অবস্থান করবেন। তিনি একাধারে সংবাদিক, মানবাধিকার কর্মী, সমাজসেবক ও কমিউনিটি নেতা। দেশে বিদেশে প্রবাসীদের সংগটিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।অপরদিকে তিনি বাংলাদেশ প্রেসক্লাব ও মালয়েশিয়ার প্রাক্তন সদস্য, বাংলা টিভির সাবেক মালয়েশিয়া প্রতিনিধি, দৈনিক আলোকিত সিলেট এর স্টাফ রিপোর্টার, আলোকিত গোয়াইনঘাট এর সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর গোয়াইনঘাট প্রতিনিধি। সংক্ষিপ্ত সফরে তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।