আসন্ন গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ শে মে অনুষ্ঠিত হবে। প্রতীক পাওয়ার সাথে সাথেই সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের ভোট প্রার্থনা। উপজেলার প্রতিটি হাট-বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লা সর্বত্র এখন ভোটের আলোচনা।
উপজেলার ১৩ টি ইউনিয়নের ভোটের মাঠের তথ্য অনুসন্ধান করে দেখা গেছে, প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গোয়াইনঘাটে উপজেলা চেয়ারম্যান পদে মাত্র দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ (মোটরসাইকেল প্রতীক) অপরজন সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন (ঘোড়া প্রতীক)। তবে এখন পর্যন্ত ফারুক আহমেদ এর চেয়ে ভোটের মাঠে এগিয়ে রয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন।
এছাড়া গোয়াইনঘাট উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে লড়ছেন ৪জন প্রার্থী, তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সাংবাদিক ইসলাম আলী, কুতুব উদ্দিন ও ফারুক আহমদ। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী, তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি ও মরিয়ম বেগম।
উল্লেখ্য যে, গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র দুজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন, তন্মধ্যে মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ আলম স্বপন এর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। ফলে অনেকটা বিনা প্রতিদ্বন্ধীতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন ফারুক আহমেদ। কিন্তু শাহ আলম স্বপন হাল না ছেড়ে উচ্চ আদালতে আপিল করেন। অবশেষে উচ্চ আদালতের রায়ে তিনি তার প্রার্থিতা ফিরে পান। এতে করে ফারুক আহমেদের স্বপ্নে অনেকটা ভাটা পড়ে। আর মুহুর্তেই নির্বাচনী মাঠ সরগরম হয়ে ওঠে।