সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রাতে ডিবি প্রধান হারুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ, বিশেষ করে মানবপাচার, শিশু পাচার ও অর্থের বিষয় খতিয়ে দেখা হবে।‘
তিনি বলেন, ‘তার স্ত্রী যাতে কোনো কাগজপত্র সরাতে না পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।‘
ডিবি প্রধান বলেন, ‘মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। পুলিশ সবগুলো অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।‘
তিনি বলেন, ‘তার মাধ্যমে ৯০০ লাশ দাফনের কথা বলা হলেও ৮৩৫ টি লাশ দাফনের কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া অপারেশন থিয়েটারের অনুমোদন না থাকা, রোগীদের নির্যাতনের টর্চারসেলসহ গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে সব ডিবি তদন্ত করে দেখবে।‘