এবার ঈদ যাত্রার ১৫ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত ও ১ হাজার ৩৯৮ জন আহত হয়েছেন। ৩৯৯টি দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। বরাবরের মতো এবারো দুর্ঘটনার শীর্ষ স্থানে রয়েছে মোটরসাইকেল।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবার ২০ শতাংশ বেশি মানুষ যাতায়াত করেছে। গত ৪ এপ্রিল থেকে ঈদযাত্রা শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে দেশে ৩৯৯ টি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে।
এতে ৪০৭ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত ও ২৪০ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৪৯.৬২ শতাংশ এবং নিহতের ৪০.৫৪ শতাংশ এবং আহতের ৩০.৩৭ শতাংশ প্রায়।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, বর্তমান সড়ক পরিবহনমন্ত্রী গত ২০ বছর দায়িত্বে থাকার পরেও পরিবহন সেক্টরের উন্নয়ন করতে পারেননি। আমরা মন্ত্রীর কাছে সড়কের সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানাই। দেশের সড়ক মহাসড়কের অবকাঠামগত উন্নয়ন হলেও আইনগত বিষয়গুলো এখনো নড়বড়ে রয়ে গেছে।
যাত্রী কল্যাণ সমিতি তাদের সুপারিশে বলে, সড়ক দুর্ঘটনা প্রতিবাদ করতে হলে জরুরী ভিত্তিতে মোটরসাইকেল ইজিবাইক আমদানি ও নিবন্ধন বন্ধ করতে হবে। ধীরগতির জান ও দ্রুতগতির জানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে।
মেয়াদোত্তীর্ণ গণপরিবহন ও দীর্ঘদিন যাবত ফিটনেস হিল যানবাহন স্ক্রাব করার উদ্যোগ নিতে হবে। সড়ক পরিবহন আইন যথাযথভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগের উদ্যোগ নিতে হবে। উন্নত মানের আধুনিক পাস নেটওয়ার্ক গড়ে তুলে বিআরটিএ’র সক্ষমতা বাড়াতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লুৎফুন্নেছা খান, গণপরিবহন বিশেষজ্ঞ আব্দুল হক সংগঠনের সহ-সভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।
Leave a Reply