নির্বিঘ্নে বাংলা নববর্ষ উদযাপন নিশ্চিতকরণে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং, রাতারগুল সহ উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসন সিলেট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
পর্যটনকেন্দ্রের হোটেল ও দোকান গুলোতে নায্য মূল্য ও সেবা নিশ্চিতকরণে এবং নারীবান্ধব পর্যটন স্পট নিশ্চিতে ইভটিজিং প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে গোয়াইনঘাট থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম মোট ৪টি মামলায় ৪জনকে অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে ইভটিজিংয়ের দায়ে মো: রহিম উদ্দিনকে দন্ডবিধির ৫০৯ ধারায় পাঁচ হাজার টাকা, পর্যটককে পঁচা ও বাসি খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক এক হাজার টাকা, কোল্ড ড্রিংকস ও পানীয় জাতীয় খাবার সহ সকল জাতীয় খাদ্য পণ্যে প্যাকেটে লিখিত মূল্যের চাইতে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় এক পাইকারি দোকানকে দুই হাজার টাকা এবং অতিরিক্ত উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির নির্ধারিত জোনের বাইরে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে দোকান বসিয়ে জনভোগান্তি সৃষ্টি করার দায়ে ১ দোকানিকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা থেকে আগত এক দম্পতির সরাসরি অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট থেকে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল ইসলাম ট্যুরিস্ট বোট চালক কে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় ও পর্যটকদের সাথে প্রতারণার দায়ে এক হাজার টাকা বিবেচনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার জানান, গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোতে আগত দর্শনার্থীরা যাহাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সে জন্য সার্বক্ষণিক প্রশাসনের নজরদারি থাকবে।
Leave a Reply