সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ঘোড়াইল কলেজ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ এপ্রিল বেলা ২ ঘটিকায় ডৌবাড়ী ঘোড়াইল কলেজ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আছলমের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অমূল্য চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি সুবাস দাস, জালালাবাদ গ্যাস গোলাপগঞ্জ অঞ্চলের সহকারি ব্যবস্থাপক মোহাম্মদ আলী (খোকন) ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন, নগরডেংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মামুন, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুক আহমদ, ঘোড়াইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরউত্তম দাস। অনুষ্ঠান পরিচালনা করেন মিসবাহ উদ্দিন।
এছাড়াও ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।