মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নবাসীসহ দেশ বিদেশে অবস্থানরত কোস্পানিগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) জালালাবাদ টাইমসকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় "পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোম্পানিগঞ্জ উপজেলার, দেশ ও প্রবাসের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারবাদ জানান তিনি।
তিনি বলেন- ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। ঈদ নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই কামনা করি। ঈদ মোবারক।