সাধারণত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরবের একদিন পর বাংলাদেশে উদ্যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। তাই সৌদিতে ঈদ কবে, তা নিয়ে এখন কৌতুহলের শেষ নেই। তবে ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে, তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
সৌদি আরবে ঈদ কবে তা এখনও নিশ্চিত হওয়া না গেলেও দেশটিতে এরই মধ্যে মুসলমানদের ঈদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে।
খালি চোখে হোক আর দূরবীনের মাধ্যমেই হোক, চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেছে সৌদি সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কেউ চাঁদ দেখলে তাকে কাছের আদালতে গিয়ে সাক্ষ্য দেয়ার জন্য অনুরোধ করেছে।
শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদ উদযাপিত হবে। আর ওইদিন চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ হবে এবং বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপিত হবে।
Leave a Reply